সংবাদ শিরোনাম :
তালতলীতে গাঁজা গাছসহ চাষি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-
বরগুনার তালতলীতে বাড়ির আঙিনায় চাষ করা ৪ টি গাঁজা গাছসহ মো. মধু ফকির (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মধু ফকির একই এলাকার আঃ রশিদ ফকিরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের মো. মধু ফকিরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ আভিযানে মো. মধু ফকিরের বাড়ির আঙিনা থেকে বালতিতে চাষাবাদ করা অবস্থায় ৪ টি গাঁজাগাছ উদ্ধার করে পুলিশ। এ সময় তাকে আটক করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।