তানোরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমানের পরিদর্শন ও মতবিনিময়

- আপডেট সময় : ০৭:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, তানোর (রাজশাহী):
আজ ২৬শে জুন, বৃহস্পতিবার তানোর ও গোদাগাড়ীর গণমানুষের জনপ্রিয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান এক গুরুত্বপূর্ণ সফরে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন স্থানে পরিদর্শন করেন।
এ সফরের অংশ হিসেবে তিনি বিশিষ্ট ইসলামী আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে রাজশাহীর পবা উপজেলার ডা’পাড়া এলাকায় অবস্থিত আল-জামি’আহ মাহা মালাফিহা মাদরাসার পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের পাঠদানের মান, মাদ্রাসার অবকাঠামো ও প্রশাসনিক বিষয়াদি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সম্মানিত আমীর অধ্যাপক আব্দুল খালেকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, অধ্যাপক মজিবুর রহমান দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত এবং তিনি তানোর-গোদাগাড়ী আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে এলাকার জনগণের কাছে একজন শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত।