তাড়াশে অমর একুশে বইমেলায় তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের ক্যাম্পিন
- আপডেট সময় : ০৮:১৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
তাড়াশে অমর একুশে বইমেলায় তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের ক্যাম্পিন
নিজেস্ব প্রতিনিধিঃ
তাড়াশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি একটি বই মেলার আয়োজন করা হয়েছে সেখানে ক্যাম্পিন করে তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠন নামের একটা স্বেচ্ছাসেবী সংগঠন । এ বিষয়ে সংগঠনের একজন মানবিক যোদ্ধা একজন স্বেচ্ছাসেবী মিরাজের সাথে কথা বলে যায় আমরা এখানে বিনামূল্যে রক্তের গুপ নির্ধারণ করে দিচ্ছি এবং আমরা সবাইকে রক্তদানে উৎসাহিত করছি যাতে এদের মধ্যে আমরা কিছু স্বেচ্ছাসেবক হিসেবে কিছু মানবিক যোদ্ধা পাই কারন আমাদের সংগঠনটির মাধ্যমে আমরা তাড়াশের রক্তের প্রয়োজনে অনেকটাই ভূমিকা পালন করতে পেরেছি এই বিষয়ে রক্তদান সংগঠনের সভাপতি দেলবার হোসেনের সাথে কথা বললে যানা যায় আমাদের ছোট সংগঠন টি আজ তিলে তিলে অনেকটা দূরে পৌঁছে গেছে আমাদের সংগঠনের মূল লক্ষ ছিল আমাদের এলাকার আশে পাশের কারো কোন আত্মীয়র বা কোন মানুষের রক্তের অভাবে চিকিৎসা বন্ধ না হয় রক্তের প্রয়োজনে রোগীটি যেন মারা না যায় ইতিমধ্যে আমরা অনেক টাই সফল কেননা আজ আমাদের সংগঠনটি তাড়াশ উপজেলা শুধু নয় আমরা সিরাজগঞ্জ জেলায় এবং তার বাহিরেও রাজশাহী, ঢাকা বগুড়া, নাটোর ডোনার পাঠাই আর এর জন্য আমাদের এলাকায় ডোনারের চেয়ে রক্তের চাহিদা টা একটু বেশি এই কারনেই আমাদের এই ক্যাম্পিন যাতে নতুন নতুন ডোনার পাই আর আমাদের সেই অসহায় পরিবারের পাশে দারাতে পারি কেননা অনেক পরিবার আছে যাদের সামর্থ্য নেই টাকা দিয়ে রক্ত কিনে চিকিৎসা করাতে সেই জন্য আমরা আমাদের সংগঠন এবং সংগঠনের সকল স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছি আমাদের সংগঠন টি প্রতিষ্ঠা হবার পরে অনেক সময় রক্তদনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন ও হয়েছি এখন আমাদের তাড়াশের মানুষ আমাদের অনেক টাই সহযোগিতা এবং সাপোর্ট করে এভাবে যদি সবাই আমাদের পাশে থেকে এই রক্তদানে উৎসাহিত করে ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো ভালো কিছু করতে পারব এবং আমাদের সকল স্বেচ্ছাসেবীর একটাই স্লোগান থাকব।
আমরা পেরেছি, আমরা পারব।
রক্তদিয়ে অসহায় রোগীর প্রান বাঁচাবে।