ঢাকুরিয়া বাজারে ঈদুল আযহা উপলক্ষে জমজমাট গরু-ছাগলের হাট, স্থায়ীকরণের সিদ্ধান্ত

- আপডেট সময় : ০৮:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার এমদাদুল হক মনিরামপুর:-
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে বসেছে বিশাল গরু-ছাগল ও মহিষের হাট। ঈদের কোরবানিকে কেন্দ্র করে জমে উঠেছে এই অস্থায়ী হাটটি, যা সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও রবিবার—বসছে নিয়মিতভাবে।
এই গরু-ছাগলের হাটটি বসানো হয়েছে ঢাকুরিয়া বাজার ফুটবল খেলার মাঠের পূর্ব পাশে “রথখোলা” নামক স্থানে। আজ রবিবার দুপুর থেকেই শুরু হয়েছে পশু কেনাবেচা। হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা নিয়ে এসেছেন বিভিন্ন জাতের গরু, ছাগল ও মহিষ। পাশের হাটগুলোর তুলনায় এখানে হাটের খাজনা বা “হার” কম হওয়ায় ব্যবসায়ীরা ঢাকুরিয়া বাজারকেই পছন্দ করছেন।
এই হাটের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন। ঢাকুরিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান এবং সাধারণ সম্পাদক আবিদুর রহমান টুকুন-এর নেতৃত্বে হাটটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
তাদের সম্মিলিত উদ্যোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঈদের পর এই অস্থায়ী হাটটি স্থায়ীভাবে বসানো হবে। প্রস্তাবিত স্থায়ী হাটের স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকুরিয়া বাজারের গোডাউনের সামনের খালি জায়গায়। এতে করে বাজার এলাকার ব্যবসা বাণিজ্য আরও প্রসারিত হবে এবং স্থানীয় কৃষক ও গবাদিপশু পালনকারীরা সারাবছর নিয়মিতভাবে পশু বিক্রি করতে পারবেন।
হাটে নিরাপত্তা, পশু চিকিৎসা, স্যানিটেশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
এখন সকলেরই প্রত্যাশা, এই হাট শুধু ঈদ উপলক্ষেই নয়, বরং সারা বছরজুড়ে একটি নির্ভরযোগ্য পশুর হাট হিসেবে পরিচিতি লাভ করবে।