ঢাকুরিয়ার প্রতাপকাটিতে কার্তিক পূজা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুরঃ
বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধর্মীয় উৎসবের পরিবেশ
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের প্রতাপকাটি সার্বজনীন বুড়োমা কালি বাড়ি মন্দিরে কার্তিক পূজা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সন্ধ্যায়। ধর্মীয় ঐতিহ্য ও আচারবিধি অনুসরণ করে এই পূজাকে ঘিরে এলাকাজুড়ে ছিল ভক্ত-সমর্থকদের উপস্থিতি ও উৎসবের আবহ।
পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার মোঃ মতিয়ার রহমান। তিনি মন্দির প্রাঙ্গণে এসে পূজার আয়োজকদের ধন্যবাদ জানান এবং সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অগ্রযাত্রার পথে একসাথে কাজ করার আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মোঃ মোল্লা মিজান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মফিজুর রহমান, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোঃ শহিদুল ইসলাম ও মোঃ সেলিম হোসেন।
পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, মোঃ মামুন হোসেন, মোঃ জসিম উদ্দিন, মজনুর রহমানসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূজা কমিটির সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে কার্তিক পূজা সম্পন্ন হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
স্থানীয়রা জানান, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন এলাকাবাসীর মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে।



















