ঢাকুরিয়ায় গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ১২:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

এমদাদুল হক,মনিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বার পাড়া গ্রামে ২ শত গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীরা হলেন, মনিরামপুর উপজেলার বার পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে মুজাহিদুর রহমান, (২৩) থানা সূত্রে জানা যায়, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নূর মোহাম্মদ গাজীর, দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ হাসান আলী, এএসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই মাহফুজুর রহমান, এর নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় শুক্রবার রাতে বার পাড়া টু চাপা কোনা সড়কের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে আসামিদের হেফাজত থেকে ২ শত গ্রাম গাঁজা ও একটি বার্মিজ চাকু উদ্ধার করে আসামিদের কে গ্রেফতার করে নিয়ে যান মনিরামপুর থানা পুলিশ। এই বিষয়ে মণিরামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে বলে জানা যায় যার, মামলা নং-০১, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক) রুজু করা হয়। বলে জানা যায়