ঢাকা সাভার বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজন গ্রেফতার

- আপডেট সময় : ১০:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে

রাজ স্টাফ রিপোর্টার ঢাকাঃ
ঢাকা সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার দুপুরে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামেট্রো পলিটিন পুলিশের গোয়েন্দা দল তাকে আটক করে বলে জানা যায়। এ ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
জানা গেছে, জুলাই-আগস্ট বিপ্লবের সময় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজনকে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্র-জনতার উপর গুলি ছুঁড়তে দেখা গেছে। তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সরকার পটপরিবর্তনের পর সাইদুর রহমান সুজন আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র জনতা হত্যার ঘটনায় প্রায় এক ডজনখানেক মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা।
এ মামলা থেকে রেহাই পেতে রাজধানীর উত্তরা এলাকায় আত্নগোপনে থাকেন সুজন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উত্তরার একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।