ঢাকা সাভার পৌরসভার কুলিবিট ইজারা ৩ মাসের জন্য স্থগিতের নির্দেশ হাইকোর্টের

- আপডেট সময় : ১২:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার :
ঢাকা সাভার পৌরসভার কুলিবিট ইজারা কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ এর দ্বৈত বেঞ্চ এমন নির্দেশনা প্রদান করেন।
এরআগে, ঢাকা সাভার পৌরসভার আওতাধীন রেডিও কলোনি হতে ব্যাংকটাউন পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ডের (শাখা রোড ও মহল্লা ব্যাতিত) উড়য় পাশের মার্কেট, কাঁচাবাজার, ফলবাজার ইত্যাদিতে ব্যবসার উদ্দেশ্যে পরিবহনকৃত মালামাল লোড-আনলোড কুলি বিট (লেবার হ্যান্ডেলিং) ইজারার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট পিটিশন (নং-২২৪৪) দায়ের করেন সাভার পৌরসভার গেন্ডা মহল্লার আব্দুস সাত্তার মোল্লার ছেলে মোহাম্মদ আলী।
উচ্চ আদালত রিট আবেদনটি আমলে নিয়ে সাভার পৌরসভা কর্তৃক জারি করা (স্মারক নং-সাপৌস/প্রশা/২০২৪-২০২৫/২১৫ তারিখ ২০.০১.২০২৫) অনুসারে প্রজ্ঞাপনের কার্যকারিতা ৩ (তিন) মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সাথে উক্ত স্মারকলিপির মাধ্যমে কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার কারণ দর্শানোর জন্য বিবাদীদের নির্দেশ দেয়া হয়েছে।
বিশেষ করে ‘সাভার পৌরসভার রেডিও কলোনি থেকে সাভার ব্যাংক টাউন পর্যন্ত টোল আদায়ের ক্ষেত্রে ক্রমিক নং ১৩ (সংযোজনী-খ) সম্পর্কিত কোনো আইনগত কর্তৃত্ব ব্যতীত প্রদত্ত এবং এর কোনো আইনি প্রভাব নেই বলে ঘোষণা করা হবে না এবং/অথবা এই আদালতের কাছে যথাযথ এবং উপযুক্ত বলে মনে হতে পারে এমন অন্য কোনো আদেশ বা আদেশ জারি করা হবে না’’ এই মর্মে ৪ সপ্তাহের মধ্যে বিবাদী পক্ষকে জবাব দিতে বলা হয়েছে।
রিট পিটিশনটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের সচিব, সাভার পৌরসভার মেয়র, ঢাকা জেলা প্রশাসক ও সাভার উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সাভার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. আবুবকর সরকার স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিট পিটিশনটি ব্যাকেট করার জন্য আমরা আইনজীবী নিয়োগ করেছি। বিষয়টি দেখার জন্য এবং মামলা পরিচালনার জন্য পৌর নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।