সংবাদ শিরোনাম :
ঢাকা সাভারে মহাসড়কে আরোহীকে কুপিয়ে মটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

রাজ,স্টাফ রিপোর্টার ঢাকা;-
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের বসুধা এলাকায় এক আরোহীকে কুপিয়ে মটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবা গত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের বসুধা এলাকায় চলন্ত ওই মোটরসাইকেল আরোহীকে থামিয়ে দুর্বৃত্তরা তাকে এলোপাথারীভাবে চা-পাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইলে ছিনতাইয়ের চেষ্টা করে।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা মোটরসাইকেল না নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।