ঢাকা সাভারে ভোটারদের বায়োমেট্রিক নিবন্ধনে ভোগান্তি

- আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী, স্টাফ রিপোর্টার:
ঢাকা সাভারে নতুন ভোটারদের বায়োমেট্রিক নিবন্ধনে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। রবিবার সকাল থেকে সাভার পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের নতুন ভোটারদের বায়োমেট্রিক নিবন্ধন শুরু হয় রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
জানা যায়, সকাল ৬টা থেকে বায়োমেট্রিক নিবন্ধনের জন্য লাইনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য অপেক্ষা করতে থাকেন নতুন ভোটার হওয়ার জন্য। সকাল ৯টায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়। তবে শেষ পর্যন্ত নিবন্ধন না করে বাড়ি ফিরতে হয়েছে প্রায় ৫’শ মানুষকে। এবার ৭ ও ৮ নং ওয়ার্ডের নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছে ৩ হাজার ৩৯০ জন।
৭নং ওয়ার্ডের ডগরমোড়া এলাকার তথ্য সংগ্রহকারি হারুন নূর রশিদ বলেন, আমি সকাল ৭ টারদিকে রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যাই। আমাদের এলাকার অনেকেই সন্ধ্যা ৬টা পর্যন্ত নিবন্ধন করতে না পেরে চলে এসেছে।
নতুন ভোটার নিবন্ধনের জন্য গিয়ে সারাদিন অপেক্ষা করেও ছবি তুলতে না পাড়ায় ক্ষোভ প্রকাশ করেন হাফসা নামের এক ভুক্তভোগী।
উল্লেখ্য, নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে ও নাগরিকদের ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু হয় ভোটার তালিকা হালনাগাদের জন্য। তবে এই প্রক্রিয়ায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কথা থাকলেও তা নিয়ম মেনে করা হয়নি সাভারে।