ঢাকা সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

- আপডেট সময় : ০৫:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার ঢাকা।
ঢাকা সাভারে ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সোমবার দিবাগত ভোর রাত তিনটার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় রড সিমেন্ট ব্যবসায়ী এমদাদুল হক অতুলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত কবলিত বাড়ির সদস্যরা জানান, ভোর রাত তিনটার দিকে তিন তলা বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে।
এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে আলমারি ও ড্রয়ার ভেঙ্গে স্বর্ণালংকার নগদ টাকা সহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
খবর পেয়ে মঙ্গলবার ঢাকা সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।