ঢাকা সাভারে জামিনে বের হয়ে বাদীর স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টা

- আপডেট সময় : ১০:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার:-
ঢাকা সাভারে ব্যাংক কলোনি এলাকায় প্রকাশ্যে তাহেরা বেগম রত্না (৩৫) অন্তঃসত্ত্বা মহিলার উপর সপরিবারে হামলা চালিয়ে ব্রণ হত্যা মামলা। জামিন পেয়ে বাদীর পঞ্চম শ্রেণী স্কুল পড়ুয়া মেয়ে রোজেন আহমেদ শানিন (০৮) কে অপহরণের চেষ্টা ও বাদীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিবাদের বিরুদ্ধে। এঘটনায় বাদীর পরিবার আতঙ্কিত রয়েছে।
মামলার বাদী রত্না জানান, গত ২০২৪ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যা আসামিরা সপরিবারে আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমার পেটে থাকা ৫ মাসের অনাগত সন্তান মারা যায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করি। তবে আসামিরা জামিনে বের হয়ে এসে গত মাসের (২০ জানুয়ারি) বিকালে সাভার বাজার রোডের মানিকচন্দ্র প্রাইমারী বিদ্যালয়ের সামনে আমার পঞ্চম শ্রেণী স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টা করে।
পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা আমার সন্তানকে বলে তোর মা মামলা না উঠালে তোদের প্রাণের মেরে ফেলবো বলে হুমকি দিয়ে যায়। আমার মেয়ে অপহরণের চেষ্টার ঘটনায় গত জানুয়ারী ২০ তারিখে সাভার মডেল থানায় অভিযোগ করি। তবে এ ঘটনায় কোন প্রতিকার এখনো পাইনি।
তিনি আরো বলেন, বিবাদীরা মামলা তুলে নিতে বিভিন্ন সময় আমার ও আমার সন্তানের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে আমার স্কুলে পড়ুয়া ২ সন্তানকে নিয়ে আতঙ্কে জীবন পার করছি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় দিকে ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ এলাকায় অন্তঃসত্ত্বা মহিলার উপর সপরিবারে হামলা চালায় বিবাদীরা। এ ঘটনায় সাভার মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে বাদী তাহেরা বেগম রত্না একটি মামলা করেন। যাহার মামলা নং-১৯।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, মামলার ঘটনা জেনে বলতে পারবো। আপনি মামলার নাম্বারটি বলেন এবং কতদিন আগের ঘটনা তা জেনে পরে আপনাকে জানাচ্ছি।