ঢাকা সাভারে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ থানা বিএনপির সভাপতিসহ আহত ২০

- আপডেট সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার ঢাকাঃ
ঢাকা সাভারে জমি নিয়ে বিরোধের জের হিসেবে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাভার থানা বিএনপির সভাপতিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ঢাকায় সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয়দের সাথে কথা বলে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটির জমি নিয়ে দীর্ঘদিন ধরে সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান থানা বিএনপির সহ-সভাপতি সোহেল ইবনে হাসিবের চাচাতো ভাই তানজিলের মধ্যে বিরোধ চলে আসছিল। বেশ কয়েকদিন ধরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এ অবস্থায় আজ বুধবার (২৯ জানুয়ারী) সাইফউদ্দিন সাইফুল কয়েকজন সহকর্মীকে নিয়ে সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষে আহত হয়ে উভয় পক্ষের অন্তত ২০ জন।
আহতদের মধ্যে সাইফুদ্দিন সাইফুল, কমর উদ্দিন, খন্দকার মোস্তাক আহমেদ রনি, আজমত আলী, মোশারফ হোসেন, ডালিম, ওয়াসিম উদ্দিন, ইদ্রিস আলী, সায়েম মোরশেদ, মকবুল হোসেন, রাহুল, আমজাদ আলীকে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নর্থ সি ইকো সিটি কর্তৃপক্ষ বলেন, তারা সেখানে আবাসন কোম্পানী করেছেন। কিন্তু বেশ কিছু দিন ধরে একটি পক্ষ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আজ একটি পক্ষ সেখানে হামলা করে তাদের ১০ জনকে মারধর করে অফিস ভাঙচুর করে লুটপাট চালায়।
সাভার থানা বিএনপির সভাপতি সাইফউদ্দিন সাইফ বলেন, ওই আবাসন কোম্পানীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সবসময় আড্ডা দেয়। তারা সক্রিয় হয়ে মিছিল করতে পারে তাই আমরা প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে একটি পক্ষ মানববন্ধন করেছে। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটি নিয়ে সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল ও অপর একটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের হিসেবে মারামারি হয়েছে। দুই পক্ষই অভিযোগ করেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।