ঢাকা সাভারে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

- আপডেট সময় : ০৩:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে

রাজ স্টাফ রিপোর্টার ঢাকা;-
সাভারে উপ-সহকারী এক কৃষি কর্মকর্তার বিরুদ্ধে হয়রানী ও মারধরের ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতিবেশীরা। অভিযোগের তদন্ত চলাকালীন আবাও হুমকি ধমকি দেওয়ার ঘটনায় সাধারণ ডায়রীও করা হয়েছে।
রেডিও কলোনী এলাকার বাসিন্দা আলী আজম শনিবার রাতে সাভার মডেল থানায় একটি হুমকি ধমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়রী (নং-১৪০) করেছেন। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আলী আজম বলেন, বাড়ীর সীমানা প্রাচীর নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আমাদের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিউলি আক্তার ও তার বোন শায়লা আক্তার। বাড়ির ভাড়াটিয়া রনিকে মারধর করেছে তারা।
এরআগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিউলি আক্তার ও তার বোন শায়লা আক্তারসহ আরও ৫ থেকে ৬ জন মিলে তাদের প্রতিবেশী মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মো: রনিকে মারধর করে জখম করে। মারধরের সময় রনির পকেটে থাকা কিছু টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় রনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কৃষি কর্মকর্তা শিউলি আক্তারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রতিবেশী আমিনুল হক বলেন, সরকারী চাকুরীর প্রভাব দেখিয়ে প্রতিবেশীদের মানুষই মনে করে না তারা। বিভিন্নভাবে গায়ে পড়ে ঝগড়া করে। ভাড়াটিয়াদের মারধর করে। প্রতিবাদ করলে বাড়ির নারী সদস্যদের গায়েও হাত তোলে। এসব ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ এলাকায় এসে তদন্ত করেছে।
তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, জিডির ঘটনাটি তদন্ত করে সত্যতা পেয়েছি। আদালতের মাধ্যমে আইনগত ব্যব¯’াা নেওয়া হবে।
সকল অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিউলি আক্তার বলেন, আমরাই প্রতিবেশীদের চাপের মুখে রয়েছি। নানা কারণে আমাদের উপর তারা নির্যাতন করে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশীরা আমাদের নামে থানায় অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে আমি তদন্ত কর্মকর্তার সাথে কথাও বলেছি।
জানা যায়, শিউলি আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।