ঢাকা ধামরাইয়ে রেন্ট-এ কারে যাত্রী পরিবহনের নামে অপহরণ, গ্রেপ্তার ৪

- আপডেট সময় : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

রাজ রোস্তম,স্টাফ রিপোর্টার ঢাকাঃ-
ঢাকা ধামরাইয়ে ভাড়ায় চালিত রেন্ট-এ কারে মিথ্যা রুপ ধারণ করে যাত্রী বহনের অজুহাতে অপহরণ ও মুক্তিপণ দাবী করে অর্থ আদায়ের ঘটনায় ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা ধামরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে গ্রেফতারদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তাররা হলেন-১. মামুন রমু (৩৮), ২. নূর ইসলাম (৫২), ৩. শাকিল আহমেদ পাপ্পু (৩০), ও ৪. জয়নাল আবেদিন (৩৬)। আসামীরা সবাই কেরানীগঞ্জ মডেল থানার বাসিন্দা। এ ঘটনায় একটি প্রাইভেট (ঢাকা মেট্রো-গ ১৪-৭৪০৫), তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন, দু’টি স্টীলের চাকু এবং ৩০২০ টাকা জব্দ করা হয়। এ সকল তথ্য নিশ্চিত করে ঢাকা ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বুধবার সুশান্ত কুমার শীল মানিকগঞ্জ যাওয়ার জন্য সাভারের হেমায়েতপুর বাস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় একটি সাদা প্রাইভেটকার নিয়ে আসামীরা ভুক্তভোগীর সামনে থামায় এবং ১৫০ টাকা ভাড়া চুকিয়ে তাকে গাড়িতে উঠায়। কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে গামছা দিয়ে চোখ, হাত বেধে ফেলে কিল ঘুষি মেরে বাদীর সঙ্গে থাকা টাকা নিয়ে নেয়। এরপর ভুক্তভোগীকে বাড়িতে ফোন দিয়ে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
মুক্তিপণের টাকা না পেলে জীবননাশের হুমকি দেয়। গাড়িটি বিকেল সাড়ে ৪ টারদিকে ঢাকা ধামরাই থানাধীন চৌটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে ভুক্তভোগীর ডাক চিৎকারে এলাকাবাসী প্রাইভেটকারসহ আসামীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ওসি আরোও জানান, এ ঘটনায় ঢাকা ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে। এসকল আসামীদের বিরুদ্ধে একাধিক থানায় এধরণের মামলা রয়েছে। অভিনব কায়দায় গাড়ির মালিক সেজে জনবহুল স্ট্যান্ড থেকে যাত্রী তুলে তাদের কৌশলে অপহরণ ও অর্থ আদায় করাই এই চক্রের পেশা।