ঢাকাসহ রাজধানী সারা দেশে বিশেষ অভিযানে, ১৫৫৬ গ্রেপ্তার

- আপডেট সময় : ১০:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :ঢাকাসহ রাজধানী সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।ইনামুল হক সাগর বলেন, ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৭ জন রয়েছে।তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৫৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে।এসময় পাঁচটি চাইনিজ রাইফেল কার্তুজ, একটি ছুরি, একটি লোহার হাতুড়ি, দু’টি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল সেট, দু’টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি ১২ বোর কার্তুজ, তিনটি দা, দু’টি লোহার তৈরি ছোরা, তিনটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি থ্রি নট থ্রি রাইফেলের গুলির এমটি কার্তুজ (খোসা), একটি বার্মিজ চাকু, নয়টি শর্টগানের তাজা গুলি, চারটি গুলির খোসা জব্দ করা হয়েছে।