ঢাকার মঞ্চে বরিশালের শিশুদের নাটক ‘ঝালাপালা’

- আপডেট সময় : ০৪:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

ঢাকার মঞ্চে বরিশালের শিশুদের নাটক ‘ঝালাপালা’
ঢাকায় উদ্বোধন হওয়া জাতীয় শিশু কিশোর ও যুব নাট্যোৎসবে মঞ্চায়িত হলো বরিশাল শিল্পকলা একাডেমি পরিচালিত রেপার্টরি শিশু নাট্যদলের নাটক ‘ঝালাপালা’। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হয়।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হাসানুর রশীদ বলেন, বরিশাল শিল্পকলার প্রশিক্ষণ বিভাগের আবৃত্তি ও নাটক বিভাগের শিশুদের নিয়ে গঠিত রেপার্টরি শিশু নাট্যদল বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের ‘ঝালাপালা’ নাটকটি মঞ্চস্থ করেছে। নাটকের নির্দেশনা দিয়েছেন প্রশিক্ষক অনিমেশ সাহা লিটু। নাটকটি জাতীয় নাট্যোৎসবে মঞ্চায়িত হয়ে বেশ প্রশংসিত হয়েছে।
নাটকের নির্দেশক অনিমেশ সাহা লিটু বলেন, ‘ঝালাপালা’ সুকুমার রায়ের এক অনন্য সৃষ্টি।এ নাটকে যেমন অফুরান পরিচ্ছন্ন কৌতুক রস বিদ্যমান, তেমন রয়েছে জীবন ঘেঁষা নাট্যিক উপাদান। শিশু-কিশোরদের নিয়ে নাটকটি জীবন প্রবাহের এক বাস্তব রূপায়ণ। বরিশাল শিল্পকলার শিশুরা খুব ভালো অভিনয় করেছে। ওরা সামনের দিনগুলোতে আরো ভালো অভিনয় করে সংস্কৃতি চর্চা এবং ব্যক্তি মানস গঠনে ভূমিকা রাখবে সেই প্রত্যাশা।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে রাজীন রাসূল, রওজাতুল জান্নাত লিয়ানা, ফাইজা বিনতে আসাদ, অনংশা সাহা শালুক, মো. তাসনীমুল হাসান আরাজ, রাওনাফ তাসনিম, অনন্যা বাড়ৈ, ইতমিনান আহমেদ, আফনান ইনকিয়াদ রাফিন, মুহাইমিন শামস, মাহিদুল মাহি, জুনায়েদ শাহি, ওহিদুল ওহি, সানজানা হালদার ও প্রত্যাশা মুখার্জী।