ঢাকার এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

- আপডেট সময় : ১১:২২:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

মো: তৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার।
রাজধানীর এলিফ্যান্ট রোডের বিপণিবিতান মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ী এহতেশামুল হককে এলোপাতাড়ি কোপানো হয়।
রাজধানীর এলিফ্যান্ট রোডের বিপণিবিতান মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চাপাতি দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাজধানী থেকে আতিক নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানান শুক্রবার রাত ১১টার দিকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ী এহতেশামুল হককে ৮ থেকে ১০ দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ে।
পুলিশ বলছে, এহতেশামুল হক মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন। মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতাদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ‘ইমন গ্রুপের সন্ত্রাসীরা’ এহতেশামুল হককে চাপাতি দিয়ে কোপায়।
ব্যবসায়ী এহতেশামুলকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে গতকাল শনিবার দুপুরে মানববন্ধন করেছেন বৃহত্তর এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা। মানববন্ধন থেকে তাঁরা অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।