ঠাকুরগাঁয়ে নেকমরদ মহাসড়কে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত।
- আপডেট সময় : ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁয়ে নেকমরদ মহাসড়কে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত।
একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় গাছের ডাল মাথায় পড়ে এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমারগঞ্জ এ ঘটনা ঘটেছে। নিহত পথচারী বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর
এলাকার মৃত, বজির উদ্দীনের পুত্র ইসমাইল উদ্দীন (৩৫)।
জানাগেছে, রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের গাছ কাটছিলো কুমারগঞ্জ এলাকার দূব্যক্তি। অপরদিকে নেকমরদ থেকে রাণীশংকৈলের দিকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন পথচারী ইসমাইল উদ্দীন। এমন সময় গাছের কাটা ডাল ইসমাইলের মাথায় অতর্কিতভাবে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গাছ কাটা অজ্ঞাত ব্যক্তিরা ঘটনার পর থেকে পালিয়ে যায়। স্থানীয়রা খবর দিলে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুরতর আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কম্পেক্ জরুরী বিভাগে ভর্তি করে। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন ইসমাইলের লাশ পরিবারের লোকজন বালিয়াডাঙ্গীতে নিয়ে গেছে । সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্ত করা হবে।