ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রূণ হত্যা মামলায় আদালতে মিথ্যা রিপোর্ট দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
মোঃ খায়রুল ইসলাম,
রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রূণ হত্যা মামলায় আদালতে মিথ্যা রিপোর্ট দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার দুপুরে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা তেঘরিয়া গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোরসালিন আক্তার নামে এক গৃহ্বধু ও তার স্বামী আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, মোটা অংকের উৎকোচের বিনিময়ে রাণীশংকৈল থানা পুলিশ আমাদের মামলাটিকে মিথ্যা দাবি করে আমাদের পক্ষে আদালতে চার্জশিট না পাঠিয়ে আমাদের বিপক্ষে ফাইনাল রিপোর্ট পাঠিয়েছেন।
ভুক্তভোগী মোরসালিন আরো বলেন, গত ৩০ জুন ২০২৩ইং তারিখে আমার সতীন শিমা পারভিন এবং তার ভাই রুবেল রানা ও তার পিতা আব্দুস সামাদ আমাকে বলিদ্বারা তেঘরিয়া গ্রামে ডেকে পাঠায় সেখানে পৌঁছা মাত্র তারা আমাকে এলোপাতাড়ি মারধর সহ পেটে লাথি মারে । আমি গর্ভবতী থাকায় আমার পেটে ১৪ সপ্তাহের বাচ্চা গর্ভপাত হয়ে রক্তক্ষরণ হলে আমার স্বামী আমাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আমি ঠাকুরগাঁও আদালতে একটি মামলা করি।