টাংগাইলের মির্জাপুর ২ টি গরু সহ ১জন চোর গ্রেফতার

- আপডেট সময় : ০৮:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

০৬ মে, ২০২৫,খ্রিঃ রাত অনুঃ ১০.০০ ঘটিকা হই তে ইং ০৭ মে, ২৫ খ্রিঃ ভোর অনুমান ০৫.২০ঘটিকার মধ্যে যেকোন সময় পর্যন্ত মির্জাপুর থানাধীন মির্জাপুর পৌরসভা কুমারজানী সাকিনস্থ বাদীর পশ্চিম দোয়ারী চার-চালা টিনের গোয়ালঘরে ভিতর হইতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা সঙ্গোপনে গরুর গোয়াল ঘরের তালা ভেঙ্গে ও দড়ি কেটে ০১টি দেশি কালো রংয়ের দুগ্ধবতী গাভী ও ০১টি লাল রংয়ের শিং বিহীন বকনা বাছুর গরু চুরি করে নিয়ে যায়। যার চোরাইমূল্য-২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা। (উদ্ধার নাই)
বাদী থানায় এসে এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, মির্জাপুর থানা মহোদয় মির্জাপুর থানার ,এফআইআর নং-১৪, তারিখ-০৭ মে, ২০২৫; জি আর নং-১৩১, তারিখ- ০৭ মে, ২০২৫; সময়- ২২.১৫ ঘটিকা ধারা- 457/380 The Penal Code, 1860; রুজু করেন। পরবর্তীতে পুলিশ সুপার, টাঙ্গাইল, সিনিয়র সহকারী পুলিশ, মির্জাপুর সার্কেল ও অফিসার ইনচার্জ, মির্জাপুর থানা মহোদয়ের নির্দেশে মির্জাপুর থানার একটি চৌকস টিম মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোহাম্মদ আলী হাসান তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে সিঁধেল চুরি ঘটনার সহিত জড়িত ০১(এক) জন চোরকে
মির্জাপুর থানাধীন জামুর্কী ইউনিয়ন এর কদিম ধল্ল্যা সাকিনস্থ সাইফুল স্টোর নামক দোকানের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল গামী মহাসড়কের লেনের উপর হইতে ০১(এক)জন চোর ধৃত করা হয়। ধৃত আসামীর হেফাজত হইতে ১টি নীল হলুদ রংয়ের পিকআপ, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১৭-৯২৫৬ ও পিকআপে উপর থাকা চুরি যাওয়া ০১টি দেশি কালো রংয়ের দুগ্ধবতী গাভী ও ০১টি লাল রংয়ের শিং বিহীন বকনা বাছুর গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১. আল আমিন(৩৫), পিতা-তোফাজ্জল হোসেন তোতা, সাং-মালতী দক্ষিণপাড়া, থানা-কালিহাতি, জেলা-টাঙ্গাইল
উদ্ধারকৃত আলামত:
(ক) চুরি যাওয়া ০১টি দেশি কালো রংয়ের দুগ্ধবতী গাভী ও ০১টি লাল রংয়ের শিং বিহীন বকনা বাছুর গরু।
(খ) ১টি নীল হলুদ রংয়ের পিকআপ, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১৭-৯২৫৬।