ঝিনাইদহে যৌথবাহিনী বাহিনীর অভিযানে গ্রেনেড উদ্ধার

- আপডেট সময় : ০৮:০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়া প্রাইমারী স্কুলের পাশের মেহগনি বাগান থেকে আরজেএসএম ৩৬ মডেলের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে।দিনভর যৌথবাহীনির অভিযান শেষে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডটি সেনাবাহিনীর বিশেষ দল নিষ্ক্রিয় করেন।
যৌথবাহিনীর অভিযানে সেনাবাহীনি,রেব, পুলিশ, এনএসআই, ডিজিএফআই এর সম্মিলিত প্রচেষ্টায় অভিযানটি শেষ করা হয়।এর আগে সোমবার সকাল ৭ টা থেকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন বাদশা মিরাজুল এর বাগানে এ অভিযান চালাতে থাকেন যৌথবাহীনি।
অভিযানের এক পর্যায়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর বিশেষ দল তল্লাশি চালাতে থাকেন। পরে স্থানীয় ইরাদ আলীর ছেলে কালা মিয়ার বাগান থেকে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, যৌথবাহিনী একটি দল অভিযান পরিচালনা করে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। পরে সেটি সেনাবাহিনীর বিশেষ দল গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।