ঝিনাইদহের কৃতি সন্তান ভাষা সৈনিক,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম জাহিদ হোসেন মুসা মিয়ার সংক্ষিপ্ত জীবনী

- আপডেট সময় : ১২:৪৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

মুসফিকুর রহমান কাজল, ক্রাইম রিপোর্টার, ঝিনাইদহ :-সালটা ছিল ১৯৩২ তারিখ ২ ফেব্রুয়ারি। ব্রিটিশ শাসনাধীন বাংলার যশোহর জেলার ঝিনাইদহ মহকুমার (বর্তমানে জেলা) কালিগঞ্জের পাইকপাড়া গ্রামে এ মাসে জন্মগ্রহণ করেছিলেন এক বালক। তাঁর মা এবং বাবা ছিলেন তখনকার দিনের অভিজাত মুসলিম জমিদার পরিবারের সন্তান। অভিজাত মুসলিম পরিবারের সন্তান হওয়ায় ছেলেবেলা থেকেই পারিবারিক নিয়ম, নীতি আর আদর্শ তাঁকে তৈরি করেছিল চমৎকার এক মানস গঠনে। মানুষের প্রতি সম্মান প্রদর্শন, দেশের প্রতি দায়িত্বশীল এবং মানুষকে ভালোবাসার এক প্রগাঢ় অভ্যাস আত্মস্থ করেছিলেন তিনি
আমি যার কথা বলছি, সেই আদর্শ মানস গঠনের বালক পরবর্তীকালে হয়ে ওঠেন ঝিনাইদহে ৫২’র ভাষা আন্দোলনের সংগঠক এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিক ও সুপরিচিত সংগঠক। তিনি ভাষাসৈনিক মো. জাহিদ হোসেন মুসা, ঝিনাইদহের প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক এবং শিক্ষানুরাগী। সদালাপী এই মানুষটি এ অঞ্চলের সকলের কাছে পরিচিত মুসা মিয়া নামে।
২০০৯ সালে ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার সভাপতিত্বে গড়ে তোলা হয় ‘জাহেদ