ঝালকাঠি সাংবাদিক সংস্থার সদস্য হলেন সাংবাদিক সুদেব মালাকার

- আপডেট সময় : ১০:৩৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠীঃ-জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে মো. এমদাদুল হক স্বপন এবং উপধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু পুনরায় দ্বিতীয় মেয়াদে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঝালকাঠি কলেজ রোডস্থ সংগঠনের কার্যালয়ে সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার জেলা শাখার সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন ঐ সভায় সভাপতিত্ব করেছেন।
মধ্যাহ্ন বিরতীর পর বিকেলে সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার ২০২৫-২০২৬ সালের জন্য দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষনা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষনা করেন প্রবীন সাংবাদিক দৈনিক দুরযাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা জিয়াউল হাসান পলাশ।
জাতীয় সাংবাদিক সংস্থার ২৩ সদস্য বিশিষ্ট্য ঝালকাঠি জেলা শাখার কার্যনির্বাহী কমিটি ছাড়াও আরো ১২ জন রয়েছে সাধারন সদস্য রয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থায় নতুন সদস্য হিসেবে সদস্য পদ লাভ করেন রাজাপুর উপজেলা দৈনিক বরিশাল অঞ্চলের প্রতিনিধি তরুন সাংবাদিক সুদেব মালাকার।
উল্লেখ্য, সাংবাদিক সুদেব মালাকার রাজাপুর যুব ক্লাব ও পাঠাগারের কার্যনির্বাহী সদস্য, রাজাপুর জুয়েলার্স এসোসিয়েশন এর সদস্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত। তরুন সাংবাদিক হিসেবে ইতিমধ্যে তার কর্ম দিয়ে রাজাপুরবাসীর আস্থাভাজন সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।