ঝালকাঠির রাজাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে

বাউল ছালমা, রাজাপুর,উপজেলা প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ইংরেজী বিকেলে উপজেলার বাগড়ি বাজারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাহ আলম। এতে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ আব্দুর রহিম রেজা, বাগড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, উপজেলা ছাত্রদল আহবায়ক সাখাওয়াত হোসেন রাব্বি সিকদার ও জামায়াত নেতা ফারুক আহমেদ প্রমুখ।
উক্ত ওপেন হাউজ ডে-তে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই তিন শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।