ঝালকাঠিতে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি।-
ঝালকাঠি জেলার নলছিটি চায়না মাঠ সড়কস্থ এন এমএস কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগীতায় ও চিল্ড্রেন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সাইডো, মিতু সেতু এডুকেশন এন্ড চেরিট্যাবল সোসাইটির এবং নলছিটি মডেল সোসাইটি এনজিও’ এর যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি,বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা এসএম মাহফুজ হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনএফ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি সাইডো এনজিও’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল। প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম।