জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

অদ্য ১০/০২/২০২৫খ্রিঃ সকাল ০৯.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতেই জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন।
পরবর্তীতে উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের সার্বিক সুবিধা-অসুবিধা উপস্থাপন করেন।
পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তাদের প্রস্তাবিত আবেদন গুলো শোনেন এবং সেগুলো বাস্তবায়নে আশ্বস্ত করেন।
এছাড়াও সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে ট্রেনিং, ডিসিপ্লিন ও ওয়েল ফেয়ারের উপর গুরুত্বারোপ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), যশোর, জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) যশোর, সকল সার্কেল কর্মকর্তাগণ, ডাক্তার পুলিশ হাসপাতাল, আরআই পুলিশ লাইন্স, সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন ) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।