জেনে নিন! সাগরের পানি লবণাক্ত কেন

- আপডেট সময় : ১০:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

প্রতিবেদন মো: শফিউল্লাহ,নিজেস্ব প্রতিনিধি: আমরা সবাই জানি, সাগরের পানি লবণাক্ত। কিন্তু কেন? আসলে, পৃথিবীর পৃষ্ঠের প্রায় ৭০ শতাংশ জুড়ে রয়েছে বিশাল সব সাগর-মহাসাগর। আর পৃথিবীর মোট পানির প্রায় ৯৭ শতাংশই লবণাক্ত। গবেষণায় বলা হয়, যদি সমুদ্রের সমস্ত লবণ তুলে নিয়ে পৃথিবীর ভূমির উপর ছড়িয়ে দেওয়া যায়, তাহলে তা ১৬৬ মিটার (প্রায় ৫০০ ফুট) পুরু একটি স্তর তৈরি করবে — যা একটি ৪০-তলা ভবনের উচ্চতার সমান!
কিন্তু এত লবণ এলো কোথা থেকে?
সমুদ্রের লবণের উৎস মূলত দুটো। ভূমি থেকে প্রবাহিত আয়ন আর সমুদ্রের তলদেশ থেকে নির্গত আয়ন।
প্রথমত, স্থলভাগের শিলা (পাথর) থেকে লবণ আসে। যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির পানিতে বাতাসের কার্বন ডাই অক্সাইড মিশে সামান্য এসিডীয় হয়ে যায়। এই এসিডীয় পানি শিলাকে ক্ষয় করে এবং শিলা থেকে লবণ ও খনিজ পদার্থ বের করে নিয়ে আসে। এরপর নদী-নালা হয়ে এই দ্রবীভূত খনিজ ও লবণ সাগরে পৌঁছে যায়। এর মধ্যে কিছু খনিজ সামুদ্রিক জীব ব্যবহার করলেও, অনেক আয়ন দীর্ঘ সময় পানিতে মিশে থেকে যায় এবং ধীরে ধীরে ঘন হয়ে সমুদ্রের পানি লবণাক্ত করে।
দ্বিতীয়ত, সমুদ্রের তলদেশ। হাইড্রোথার্মাল ভেন্ট নামে পরিচিত সমুদ্রতলের ফাটলগুলো থেকে গরম পানি নির্গত হয়। এই গরম পানিতে থাকে নানা ধরনের খনিজ, যেমন সোডিয়াম (Na), ক্লোরাইড (Cl), পটাশিয়াম (K), ক্যালসিয়াম (Ca) ইত্যাদি। যখন এই গরম পানি সমুদ্রে মিশে যায়, তখন সেটাও সাগরের পানিকে আরও লবণাক্ত করে। এছাড়া, পানির নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকেও কিছু লবণ এসে যোগ হয়।
সমুদ্রের পানিতে মূলত কোন লবণ থাকে?
সমুদ্রের পানিতে সবচেয়ে বেশি পাওয়া যায় ক্লোরাইড (Cl⁻), সোডিয়াম (Na⁺) আয়ন। এই দুটো আয়ন মিলে সমুদ্রের দ্রবীভূত লবণের প্রায় ৮৫% তৈরি করে। এরপর রয়েছে ম্যাগনেসিয়াম (Mg²⁺) এবং সালফেট (SO₄²⁻), যা মিলে আরও ১০% যোগ করে। অন্যান্য আয়ন খুব কম পরিমাণে থাকে।
লবণাক্ততা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। সমুদ্রের পানির লবণাক্ততা নির্ভর অক্ষাংশ, তাপমাত্রা, বৃষ্টিপাত, বাষ্পীভবনসহ আরো অনেক বিষয়ের উপর। সাধারণভাবে, নিরক্ষরেখা এবং মেরুর কাছাকাছি লবণাক্ততা কম, আর মাঝামাঝি অঞ্চলে বেশি। গড় হিসেবে, প্রতি ১০০০ গ্রাম (১ কেজি) সমুদ্রপানিতে প্রায় ৩৫ গ্রাম লবণ থাকে। অর্থাৎ সমুদ্রপানির ওজনের প্রায় ৩.৫% লবণ।
ভূতাত্ত্বিক সময়ের (geologic time) হিসাবে সমুদ্রের পানি আজ যেভাবে লবণাক্ত, তা হতে সময় লেগেছে লক্ষ লক্ষ বছর।