জুমার দিনে দরুদ পাঠের বিশেষ সওয়াব
- আপডেট সময় : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
ইসলামে জুমার দিনের গুরুত্ব অপরিসীম। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। পবিত্র কোরআনে সুরা জুমা নামে একটি স্বতন্ত্র সুরা রয়েছে। ‘জুমা’ শব্দটি ‘জমা’ শব্দ থেকে এসেছে। জমা আরবি শব্দ। এর অর্থ একত্র হওয়া বা একত্র করা।
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়া গুরুত্বপূর্ণ ইবাদত। তার ওপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতারা। তাই মানুষকেও তার ওপর দরুদ পাঠ করার নির্দেশ দেয়া হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا অর্থ: নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো; এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। (সুরা আহজাব, আয়াত: ৫৬)
হযরত আবু উমামা (রা.) বর্ণিত হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সে ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। (তারগিব: ১৫৭)
হযরত আনাস বিন মালেক (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিন ও জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে মহান আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করেন। (সহিহুল জামে: ১২০৯)
হযরত আওস ইবন আওস (রা.) বলেন, লোকেরা বলল, হে আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কীভাবে আমাদের দরুদগুলো আপনার কাছে উপস্থাপন করা হবে- যখন আপনার শরীর জরাজীর্ণ হয়ে মিশে যাবে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ মাটির জন্য নবী-রসুলদের দেহ (ভক্ষণ করা) হারাম করে দিয়েছেন। (আবু দাউদ: ১০৪৭)
একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা ১০টি রহমত নাজিল করেন। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, মহান আল্লাহ তার প্রতি ১০টি রহমত বর্ষণ করেন। (তিরমিজি: ৪৮৫)
জুমার দিনে যে আমলে ৮০ বছরের গুনাহ মাফ হয়
ইসলামি শরিয়তে এমন কিছু আমল রয়েছে- অল্প আমলে অনেক সওয়াব। এমনই একটি আমল হচ্ছে- জুমাবার দরুদ পাঠ করা। বিখ্যাত সাহাবি হযরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নে উল্লিখিত দরুদ শরিফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হয় এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। (আফদালুস সালাওয়াত: ২৬)
দরুদটি হলো-
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়াসাল্লিম তাসলিমা।


























