জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সঙ্গে ইউএনও’র শুভেচ্ছা ও মতবিনিময়

- আপডেট সময় : ০৮:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-
চুয়াডাঙ্গার জীবননগর প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমীন।
রবিবারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউএনও আল আমীন নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “গঠনমূলক সাংবাদিকতা দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন আহ্বায়ক রিপন হোসেন, যুগ্ম আহ্বায়ক আসিম সাঈদ, সদস্য শেখ শহিদ, মতিয়ার রহমান ও আমিনুর রহমান নয়ন।
প্রেস ক্লাবের নেতারা ইউএনও’র আন্তরিকতা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।