জীবননগরে স্বর্ণ চোরাচালান রোধে বিজিবির সাফল্য: ৩টি স্বর্ণের বারসহ একজন আটক

- আপডেট সময় : ০৯:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) টহল দল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ৭ মে ২০২৫ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তা থেকে মোঃ আলমগীর হোসেন (৪৮), পিতা- ইসহাক মন্ডল, গ্রাম- নব দুর্গাপুর, পোস্ট- জীবননগর, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা, নামের একজনকে ব্যাটারিচালিত একটি ভ্যানসহ আটক করা হয়।
প্রথমে অভিযুক্ত কিছু না স্বীকার করলেও, পরবর্তীতে তার দেহ তল্লাশি করে কস্টেপ মোড়ানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩৪৯.৩৩ গ্রাম এবং বাজারমূল্য ৪৮,৫২,৪০৬ টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ আদালতের মাধ্যমে সরকারি জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।