জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, একই পরিবারের আহত ৪

- আপডেট সময় : ০১:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

মুনাইমহোসেন,নিজস্ব সংবাদদাতা:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালিগঞ্জ সড়কের সাথি অটো রাইস মিলের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পণ্যবাহী একটি ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফুশিয়ার রহমান মন্ডল (৭৫)। তিনি জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মসজিদ পাড়ার বাসিন্দা ও মৃত এরাদ আলি মন্ডলের পুত্র। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়াও একই পরিবারের আরও চারজন সদস্য গুরুতর আহত অবস্থায় বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর থেকে কালিগঞ্জমুখী একটি পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। ইজি বাইকটিতে থাকা পাঁচজন যাত্রী সবাই একই পরিবারের সদস্য ছিলেন।