জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ রাজনগরের মিলন আটক

- আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গা জীবননগরের সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন (৪৪) নামের একজনকে আটক করেছে৷ মঙ্গলবার (১৩)মে ২০২৫) রাত সাড়ে ১১ টার দিকে রাজনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন রাজনগর গ্রামের মৃত মজের আলীর।
মিন্টুর ছেলে। জানাযায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ নয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহমন্বয়ের গঠিত একটি টিম মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার রাজনগর গ্রামে মিলনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ-সময় উদ্ধার করা হয় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট,১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি পিতলের পাইপ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ আটক। ব্যক্তিকে রাতেই জীবননগর থানায় হস্তান্তর করা হয়।
জীবননগর থানার ওসি মামুন বিশ্বাস জানান, আটক মিলনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরপূর্বক বুধবার সকালে তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।