জীবননগরে যুবদলের উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

- আপডেট সময় : ০৪:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমদু হাসান খান বাবুর পক্ষে জীবননগরে ধানের শীষের লিফলেট বিতরণ করেছে যুবদলের নেতাকর্মীরা। রবিবার (২১শে সেপ্টেম্বর) সকাল ১০টার সময় পৌরশহরের আখসেন্টার এলাকা থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন। পরে সেখান থেকে প্রধান সড়ক ধরে জীবননগর বাজারে লিফলেট বিতরণের সময় বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি জনসাধারণের কাছে তুলে ধরা হয়।
এসময় যুবদলের নেতারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি ১৬-১৭ বছর ধরে চুয়াডাঙ্গার মানুষের জন্য কাজ করছেন। তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রীও হবেন।
নেতারা আরও বলেন, বাবু খান একজন সৎ মানুষ। তিনি কোনো দুর্নীতি করেন না, ভবিষ্যতেও করবেন না। তিনি মন্ত্রী হলে জীবননগরসহ চুয়াডাঙ্গা তথা খুলনা বিভাগের উন্নয়ন হবে। এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ শামীম, সরোয়ার হোসেন ও মিনাজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আলিম, মিঠু ও ইউনুস, যুবদল নেতা ইয়াদুল, রাজা মালিথা, টিপু সুলতান, সাইদুর, মিনা, সাঈদ প্রমুখ।