জীবননগরে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

- আপডেট সময় : ১০:২১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,জীবননগর উপজেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা জীবননগরে পরকিয়ার জেরধরে বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন দুই সন্তানের এক নারী।
গতকাল রবিবার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর ক্যাম্প পাড়ায় পরকিয়া প্রেমিক সাজু হোসেন এর বাড়িতে বিয়ের দাবিতে সকাল থেকে অনশনে বসেন ওই নারী।
অভিযুক্ত সাজু হোসেন বেনিপুর গ্রামের মিন্টু হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে সাজু হোসেনের সাথে দীর্ঘদিন যাবত ওই নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারই ধারাবাহিকতায় এলাকায় জানাজানি হলে ওই নারীর স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয় পরে কোন উপায় না পেয়ে ওই নারী সাজুর বাড়িতে বিয়ের জন্য অনশন শুরু করে।
৪ নাম্বার সীমান্ত ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে একটু আপোষ মীমাংসার করার চেষ্টা করা হচ্ছে যদিও মেয়েটির দুটি সন্তান আছে সেজন্য পুনরায় তার সংসারে ফিরিয়ে দেওয়া যায় কিনা সে বিষয় নিয়ে গ্রামের কিছু সুধী ব্যক্তিদের নিয়ে বসে আলোচনা করা হবে।