জীবননগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০ হাজার গাছের চারা বিতরণ

- আপডেট সময় : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চুয়াডাঙ্গার জীবননগরে এক হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ রক্ষার লক্ষ্যে জামায়াতের নেয়া ৫০ হাজার চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবেই আজ বুধবার বিকেল ৪টায় জীবননগর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
তিনি তার বক্তব্যে বলেন, “চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ হাজার গাছের চারা বিতরণের একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ জীবননগরে এক হাজার চারা বিতরণ করা হলো। জামায়াতে ইসলামী কেবল রাজনীতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের কল্যাণ ও পরিবেশ রক্ষাকেও সমান গুরুত্ব দিয়ে দেখে।”
রুহুল আমিন আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো বৃষ্টি হয় না, ঋতুর স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যাপকহারে গাছ লাগানোর বিকল্প নেই। আমরা গাছ কাটতে পারি, কিন্তু সেই জায়গায় আরও বেশি গাছ লাগাতে হবে—এই নীতিই আমাদের পথ নির্দেশ করে।”
চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, যুব সেক্রেটারি জাহিদুল ইসলাম, পৌর জামায়াত সভাপতি আরিফ হোসেন এবং জামায়াত নেতা হাফেজ হাসানুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী সারা জেলায় পর্যায়ক্রমে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।