জীবননগরে খামারে বিষ প্রয়োগে ২ গরুকে হত্যা

- আপডেট সময় : ০৫:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসে, নিজস্ব সংবাদদাতা:- জীবননগর গোয়ালপাড়া গ্রামে বিষ দিয়ে ২টি গরু হত্যার অভিযোগ পাওয়া গেছে। গোয়ালপাড়া গ্রামের গোলাম রহমানের খামারে এক সাথে গরু মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহষ্পতিবার (২০ মার্চ) রাত ১০ টায় সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া দরগাপাড়া গ্রামে গোলাম রহমান এর গরুর খামারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গোলাম রহমান জীবননগর থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, গোলাম রহমানের প্রতিবেশী রেজাউল, সেলিম ও রাকির সাথে জমি জায়গা নিয়ে শত্রুতার জেদ ধরে এই ঘটনা ঘটায়।
গত বৃহস্পতিবার রাতে গোলাম রহমান তার ৭ টি গরুকে খাবার খাইয়ে দিয়ে আসেন। পরদিন শুক্রবার সকালে তিনি খামারের দরজা খুলে দেখতে পান দুটি গরু মরা পড়ে রয়েছে। তিনি সাথে সাথে পশু ডাক্তার মিঠুকে খবর দেন। ডাক্তার এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, গরু গুলোকে বিষখায়ানো হয়েছে। ডাক্তার অন্যান্য গরু গুলোকে প্রতিশোধক দেন । তিনি এ ব্যাপারে জীবননগর থানায় রেজাউল,রাজ্জাক ও তার ছেলেকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোলাম রহমান বলেন জমি জায়গার সমস্যা কে কেন্দ্র করে প্রতিশোধ নিতে তার বিশাল অংকের আর্থিক ক্ষতিসাধন করেছে। পূর্ব থেকে রেজাউল ও সেলিম এর সাথে তার বিরোধ চলে আসছে বলে তিনি জানান।
এ ঘটনার তিনি ন্যায় বিচার চান। এ নিষ্ঠুর ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর আগে গোলাম রহমানের ১২ কাটা গমের ক্ষেত পুড়িয়ে নষ্ট করে দেয়া হয় বলে তিনি জানান।