জীবননগরে ওয়েভের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

মোঃ (মুনাইম)হোসেন,নিজস্ব সংবাদদাতা:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রম উপলক্ষে উপজেলা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ (জুন) জীবননগর স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয় বর্ণাঢ্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি এবং উন্নয়ন মেলা।
উক্ত আয়োজনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জীবননগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন খান খোকন
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জননেতা মো. মঈন উদ্দীন ময়েন
জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবীর
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান
এছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, ক্রীড়া প্রতিযোগিতা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলায় বিভিন্ন স্টলে নারীদের উদ্যোক্তা কার্যক্রম, স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষামূলক উপস্থাপনা ছিলো চোখে পড়ার মতো।
আয়োজক প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশন জানায়, কৈশোর কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই আয়োজন শুধু বিনোদন নয়, বরং একটি প্রজন্মকে সুস্থ চিন্তা ও উন্নয়নমুখী সমাজ গঠনে উৎসাহিত করার একটি প্রয়াস।