ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা বরিশাল রেঞ্জ কমান্ডার জিরো পয়েন্ট থেকে সোনাগাজী হাসপাতাল রিক্সা ভাড ৪০ টাকা রাজাপুরে জমি দখল করতে গিয়ে গাছ কেটে তিন লাখ টাকার ক্ষতির অভিযোগ তানোরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিএনপির নেতা কর্মীদের সৌজন্য সাক্ষাৎ হরিপুরে স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ সর্বস্তরের জনগণ প্রথম আলো ও ইনকিলাব পত্রিকায় সাতক্ষীরার উন্নয়নের বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে মানববন্ধন মুন্ডুমালা বাজারে অব্যবস্হাপনায় ও যানজটে জনজীবনে চরম দুর্ভোগ নেই সংযোগ সড়ক,২৭ লাখ টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে নোয়াখালী সংগঠকদের নিয়ে এবি পাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দুমকীতে গাঁজা সেবনে বৃদ্ধকে এক মাসের কারাদণ্ড

জিরো পয়েন্ট থেকে সোনাগাজী হাসপাতাল রিক্সা ভাড ৪০ টাকা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:সোনাগাজী তে এতো সাংবাদিক কিন্তু কখনো দেখতে পেলাম না কোন সাংবাদিক এর নজরে পড়েছে সোনাগাজী পৌরসভার রিক্সা ভাড়ার মন খুশী মতো নিচেছ এ নিয়ে কোন রিপোর্ট করতে। সোনাগাজী জিরো পয়েন্ট থেকে সোনাগাজী হাসপাতাল ৪০ টাকা ভাড়া। জিরো পয়েন্ট থেকে পশ্চিম বাজার ৩০ /৪০ টাকা
জিরো পয়েন্ট থেকে তাকিয়া রোড় ৩০/৪০ টাকা
জিরো পয়েন্ট থেকে কলেজের মোড় ৩০ টাকা
মাএ ৮০০মিটার থেকে ১ কিলো মিটারের ভাড়া যদি ৩০ থেকে ৪০ টাকা হয়।

নিরিহ বা সুবিদা বঞ্চিত বয়স্ক দের চলাচলে কত টা সমস্যা।
আমার দেখা এক রুগী হাসপাতালে আসছে কলেজ রোড় থেকে ৫০ টাকা ভাড়া নিতে মহিলা টা অনেক রিকুয়েষ্ট করে ও ৪০ টাকা রাজি করাতে পারে নাই।

আমার দু:খ হলো একে ত অটোরিকশা তার মাঝে মানুষের চেয়ে রিক্সার ভিড় বেশী তবুও কেনো ভাড়া মন খুশী মতো হবে।

৪০/ ৫০ টাকা দিয়ে ফেনী যাওয়া যায় অথচ ১ কিলোমিটার অটোতে ৪০/ ৫০ টাকা ভাড়া দিতে হয়। বর্তমানে সোনাগাজী বাজারের রাস্তা গুলো নতুন করে মেরামত করেছে।

কোন ভাংগ্গা রাস্তা নেই বল্লে চলে তবুও ভাড়া টা বেশী।
আরও কথা আছে বাজারে বয়স্ক কেউ বা মহিলা চাউল গ্যাস নিলে আটো ড়্রাইভার এ মাল নিজে দরে তুলবে না মনে হয় আটো ড্রাইভার যাএী আর মাল যার সে লেবার।

আজব দুনিয়ার দিকে যাচ্ছি আমরা।
দ্রুত তম সময়ের মধ্যে সোনাগাজী পৌরসভা এরিয়াতে অটো ভাড়া নির্ধারণ কার হোক। যাতে করে যাএী দের ভোগানন্তি কম হয়।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্তার মহোদয় আপনাদের এ বিষয়ে নজরে আনা দরকার মনে করে সোনাগাজী উপজেলা জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

জিরো পয়েন্ট থেকে সোনাগাজী হাসপাতাল রিক্সা ভাড ৪০ টাকা

আপডেট সময় : ০৯:৫৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:সোনাগাজী তে এতো সাংবাদিক কিন্তু কখনো দেখতে পেলাম না কোন সাংবাদিক এর নজরে পড়েছে সোনাগাজী পৌরসভার রিক্সা ভাড়ার মন খুশী মতো নিচেছ এ নিয়ে কোন রিপোর্ট করতে। সোনাগাজী জিরো পয়েন্ট থেকে সোনাগাজী হাসপাতাল ৪০ টাকা ভাড়া। জিরো পয়েন্ট থেকে পশ্চিম বাজার ৩০ /৪০ টাকা
জিরো পয়েন্ট থেকে তাকিয়া রোড় ৩০/৪০ টাকা
জিরো পয়েন্ট থেকে কলেজের মোড় ৩০ টাকা
মাএ ৮০০মিটার থেকে ১ কিলো মিটারের ভাড়া যদি ৩০ থেকে ৪০ টাকা হয়।

নিরিহ বা সুবিদা বঞ্চিত বয়স্ক দের চলাচলে কত টা সমস্যা।
আমার দেখা এক রুগী হাসপাতালে আসছে কলেজ রোড় থেকে ৫০ টাকা ভাড়া নিতে মহিলা টা অনেক রিকুয়েষ্ট করে ও ৪০ টাকা রাজি করাতে পারে নাই।

আমার দু:খ হলো একে ত অটোরিকশা তার মাঝে মানুষের চেয়ে রিক্সার ভিড় বেশী তবুও কেনো ভাড়া মন খুশী মতো হবে।

৪০/ ৫০ টাকা দিয়ে ফেনী যাওয়া যায় অথচ ১ কিলোমিটার অটোতে ৪০/ ৫০ টাকা ভাড়া দিতে হয়। বর্তমানে সোনাগাজী বাজারের রাস্তা গুলো নতুন করে মেরামত করেছে।

কোন ভাংগ্গা রাস্তা নেই বল্লে চলে তবুও ভাড়া টা বেশী।
আরও কথা আছে বাজারে বয়স্ক কেউ বা মহিলা চাউল গ্যাস নিলে আটো ড়্রাইভার এ মাল নিজে দরে তুলবে না মনে হয় আটো ড্রাইভার যাএী আর মাল যার সে লেবার।

আজব দুনিয়ার দিকে যাচ্ছি আমরা।
দ্রুত তম সময়ের মধ্যে সোনাগাজী পৌরসভা এরিয়াতে অটো ভাড়া নির্ধারণ কার হোক। যাতে করে যাএী দের ভোগানন্তি কম হয়।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্তার মহোদয় আপনাদের এ বিষয়ে নজরে আনা দরকার মনে করে সোনাগাজী উপজেলা জনগণ।