জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,ক্রাইম রিপোর্টার সাতক্ষীরা।।
সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাসাসের আয়োজনে শুক্রবার বিকালে শহরের নিউমার্কেট মোড় থেকে র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে শেষ হয়ে তালতলা স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব।
জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন,জেলা জাসাসের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,বিল্লাল হোসেন,সদর জাসদের সদস্য সচিব শাহাদাত হোসেন, তালা উপজেলার আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব রাসেল হোসেন,কালিগঞ্জ উপজেলার আহবায়ক মোরশিদ আলী,সদস্য সচিব মারুফ বিল্লাহ,শ্যামনগর উপজেলা আহবায়ক আব্দুল করিম গাজী,সদস্য সচিব বাবোর আলী,আশাশুনি উপজেলার আহবায়ক আসাদ,সদস্য সচিব ছোট্টু,পৌর ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল আক্তার,সদস্য সচিব আরিফ হোসেন সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।