ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেড়ে নিল ১ কৃষকের লক্ষ টাকার স্বপ্ন ঢাকা সাভার আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আটক ২ আমদানি-রপ্তানি বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্থ হবে—- সাতক্ষীরায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত মাদক সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত চুয়াডাঙ্গা ভিমরুল্লার চঞ্চলসহ ৩জন গ্রেফতার হারুয়ালছড়ি বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত বন্য খেজুর থেকে ভিনেগার: বাকৃবির গবেষণা যে কারণে বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের দুঃসময়ের বন্ধু হিসেবে স্বীকৃত – স্বরাষ্ট্র উপদেষ্টা নিউজ ৭১ অনলাইন পোর্টালে”প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আশাশুনির হাঁড়িভাঙ্গা বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জার্মানিতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হয়রানির অভিযোগ

নিজেস্ব সংবাদ সংগ্রহকারী।
  • আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

রাজধানী বার্লিনে ফিলিস্তিনপন্থি একদল ব্যক্তি জার্মানিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রসোরকে হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে৷ গাজা সংঘাতের রক্ত প্রসোরের হাতে লেগে আছে বলে চিৎকার করেন তারা৷

নিজেস্ব সংবাদ সংগ্রহকারী:

 

২৯ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানী বার্লিনে ফিলিস্তিনপন্থি একদল ব্যক্তি জার্মানিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রসোরকে হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে৷ গাজা সংঘাতের রক্ত প্রসোরের হাতে লেগে আছে বলে চিৎকার করেন তারা৷

বুধবার পুলিশের এক মুখপাত্র জানান, তারা ঘটনার তদন্ত করছেন৷ তবে ঘটনার খুব বেশি বিস্তারিত জানাননি তারা৷

স্থানীয় পত্রিকাগুলোর খবরে জানা গেছে, প্রসোরের একটি ব্যক্তিগত সাক্ষাতের সময় এক দল ব্যক্তি তাকে বাধা দেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনপন্থি ঐ আন্দোলনকারীরা প্রসোরের উদ্দেশ্যে চিৎকার করছে৷

প্রসোরের সঙ্গে এ সময় একাধিক দেহরক্ষী ছিলেন৷ তারা বিক্ষোভকারীদের প্রসোরের কাছে আসতে দেননি৷

প্রসোরের হাতে গাজার রক্ত লেগে আছে বলে অভিযোগ করেন তারা৷ সেখানে বলতে শোনা যায়, ‘‘লুকাতে পারবেন না রন প্রসোর৷ আমরা আপনাকে গণহত্যার অভিযোগে অভযুক্ত করছি৷”

একেবারেই গ্রহণযোগ্য নয়বার্লিন মেয়র

বার্লিন মেয়র কাই ভেগনার ঘটনার নিন্দা জানিয়েছেন৷ রাষ্ট্রদূত অক্ষত ছিলেন বলে তিনি স্বস্তি প্রকাশ করেন৷

‘‘ইসরায়েলের লোকজনকে এভাবে ব্যক্তিগতভাবে হয়রানি ও হুমকি দেয়া কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়,‘‘ বলেন ভেগনার৷ তিনি যোগ করেন, ‘‘বার্লিন কোনো রকমের বিদ্বেষ ও  উস্কানি মেনে নেবে না এবং এখানকার সমাজ, বিদ্যাপীঠ বা কোথাও ইহুদিবিদ্বেষের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷”

ইসরায়েলের সমালোচকরা দেশটি গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনের ওপর গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছেন৷ এমনকি আন্তর্জাতিক আদালত আইসিজেতে দেশটির বিরুদ্ধে মামলা হয়েছে৷ ইসরায়েল অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে৷

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, ইসরায়েল সেনা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি মারা গেছেন৷ তারা অবশ্য হামাস যোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য দেখায়নি৷ অন্যদিকে, ইসরায়েল বলছে, ১০ হাজার জঙ্গি হত্যা করা হয়েছে, যদিও স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করেনি৷

ইসরায়েল বলছে, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় মাসাকারের পর আত্মরক্ষায় গাজায় তাদের অভিযানে কোনো ভুল নেই৷ গত ৭ অক্টোবর হামাস ও অন্য সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা করেন এবং ২৫০ জনকে তুলে নিয়ে যান৷

হামাসকে ইসরায়েল, জার্মানি, যুক্তরাষ্ট্র ও আরো কয়েকটি দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে৷

 

জেডএ/এসিবি (ডিপিএ, এএফপি)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

জার্মানিতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

রাজধানী বার্লিনে ফিলিস্তিনপন্থি একদল ব্যক্তি জার্মানিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রসোরকে হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে৷ গাজা সংঘাতের রক্ত প্রসোরের হাতে লেগে আছে বলে চিৎকার করেন তারা৷

নিজেস্ব সংবাদ সংগ্রহকারী:

 

২৯ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানী বার্লিনে ফিলিস্তিনপন্থি একদল ব্যক্তি জার্মানিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রসোরকে হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে৷ গাজা সংঘাতের রক্ত প্রসোরের হাতে লেগে আছে বলে চিৎকার করেন তারা৷

বুধবার পুলিশের এক মুখপাত্র জানান, তারা ঘটনার তদন্ত করছেন৷ তবে ঘটনার খুব বেশি বিস্তারিত জানাননি তারা৷

স্থানীয় পত্রিকাগুলোর খবরে জানা গেছে, প্রসোরের একটি ব্যক্তিগত সাক্ষাতের সময় এক দল ব্যক্তি তাকে বাধা দেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনপন্থি ঐ আন্দোলনকারীরা প্রসোরের উদ্দেশ্যে চিৎকার করছে৷

প্রসোরের সঙ্গে এ সময় একাধিক দেহরক্ষী ছিলেন৷ তারা বিক্ষোভকারীদের প্রসোরের কাছে আসতে দেননি৷

প্রসোরের হাতে গাজার রক্ত লেগে আছে বলে অভিযোগ করেন তারা৷ সেখানে বলতে শোনা যায়, ‘‘লুকাতে পারবেন না রন প্রসোর৷ আমরা আপনাকে গণহত্যার অভিযোগে অভযুক্ত করছি৷”

একেবারেই গ্রহণযোগ্য নয়বার্লিন মেয়র

বার্লিন মেয়র কাই ভেগনার ঘটনার নিন্দা জানিয়েছেন৷ রাষ্ট্রদূত অক্ষত ছিলেন বলে তিনি স্বস্তি প্রকাশ করেন৷

‘‘ইসরায়েলের লোকজনকে এভাবে ব্যক্তিগতভাবে হয়রানি ও হুমকি দেয়া কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়,‘‘ বলেন ভেগনার৷ তিনি যোগ করেন, ‘‘বার্লিন কোনো রকমের বিদ্বেষ ও  উস্কানি মেনে নেবে না এবং এখানকার সমাজ, বিদ্যাপীঠ বা কোথাও ইহুদিবিদ্বেষের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷”

ইসরায়েলের সমালোচকরা দেশটি গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনের ওপর গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছেন৷ এমনকি আন্তর্জাতিক আদালত আইসিজেতে দেশটির বিরুদ্ধে মামলা হয়েছে৷ ইসরায়েল অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে৷

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, ইসরায়েল সেনা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি মারা গেছেন৷ তারা অবশ্য হামাস যোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য দেখায়নি৷ অন্যদিকে, ইসরায়েল বলছে, ১০ হাজার জঙ্গি হত্যা করা হয়েছে, যদিও স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করেনি৷

ইসরায়েল বলছে, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় মাসাকারের পর আত্মরক্ষায় গাজায় তাদের অভিযানে কোনো ভুল নেই৷ গত ৭ অক্টোবর হামাস ও অন্য সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা করেন এবং ২৫০ জনকে তুলে নিয়ে যান৷

হামাসকে ইসরায়েল, জার্মানি, যুক্তরাষ্ট্র ও আরো কয়েকটি দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে৷

 

জেডএ/এসিবি (ডিপিএ, এএফপি)