জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি লাল বালুসহ ৪ টি বালুর ট্রাক আটক

- আপডেট সময় : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি লাল বালুসহ ৪ টি বালুর ট্রাক আটক করা হয়েছে। এসময় ট্রাকের চালক সহ ৭ জনকে আটক করা হয়।
রোববার (১১ মে) রাতে বকশীগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদের সামনে থেকে ওই ট্রাক গুলো আটক করা হয়।
বকশীগঞ্জ থানায় পুলিশ জানায়, গারো পাহাড়ের লাল বালু ট্রাকে করে জামালপুরের দিকে নেওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ কামালপুর-বকশীগঞ্জ সড়কের উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। পরে ৪ ট্রাক বালু জব্দ করেন। বালু সংগ্রহ ও অন্য জেলায় সড়িয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকায় ট্রাকের চালক সহ ৭ জনকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ দৈনিক বাংলাদেশের চিত্র কে জানান, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে অবৈধভাবে বালুর ব্যবসার কোন সুযোগ নেই। এঘটনায় বালুবাহী ৪ টি ট্রাক জব্দ ও ৭ জনকে আটক করা হয়েছে এবং সোমবার (১২ মে) দুপুরে আটককৃতদের জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।