জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ২০২৫

- আপডেট সময় : ০৩:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দীনঃ- জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ ইং উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ২ রা জানুয়ারি (বৃহস্পতিবার) দেবহাটা উপজেলা পরিষদ কক্ষে উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন একদল শুধু ব্যক্তিরা বিভিন্ন কায়দায় পিন কোড নিয়ে আপনাদের টাকা গুলো উঠাই নায়, কোন মানুষ পিন কোট চাইলে আপনার কেহ দেবেন না, এবং যথাসময়ে লোন পরিশোধ করবেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন তিনি বলেন কারোর কোন অভিযোগ বা কিছু বলার থাকলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সামনে বলার জন্য সকলকে বলেন। বিশেষ অতিথি দেবহাটা উপজেলা জাতীয়তাবাদী বিএনপি দেবহাটা উপজেলা আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম,সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জামায়াত ইসলামী দেবহাটা সদর ইউনিয়ন আমীর ফইজুল ইসলাম উপজেলা প্রকৌশলী দ্যুতি মণ্ডল, দেবহাটা উপজেলা সমন্বয়ক তানভীর আহমেদ, ভোমরা স্থলবন্দর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি হাফেজ জি এম আব্বাস উদ্দিন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি রফিকুল ইসলাম, সমাজসেবা ফিল সুপারভাইজার মইনুল হাসান, ইউনিয়ন সমাজকর্মী শেখ মাহবুবার রহমান, ইউনিয়ন সমাজকর্মী মুকুল হোসেন, ইউনিয়ন সমাজকর্মী পল্লব মন্ডল, সহ উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাতা ভোগী প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক,নারী-পুরুষগণ, আলোচনা শেষে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।