জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে আগৈলঝাড়ায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

- আপডেট সময় : ০৯:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা বরিশাল জেলা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় রোজ রোববার দুপুরে রাজিহার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন। এসময় আগৈলঝাড়া বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে রুবিনা এন্টারপ্রাইজ সারের দোকানে ২ হাজার টাকা, মুন স্টোর মুদি দোকানে ৩ হাজার টাকা, জাকিয়া স্টোর মুদি দোকানে ২ হাজার টাকা,সরদার স্টোর মুদি দোকানে ১ হাজার টাকা, হালদার স্টোর মুদি দোকানে ১ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অপরাধে মুন ফার্মেসিকে ২ হাজার টাকাসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো.মামুন হোসেনসহ প্রমুখ।