ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে — মির্জা আলমগীর ডাক্তার শহিদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জি এম আব্বাস উদ্দিন ঢাকা সাভারে জামিনে বের হয়ে বাদীর স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টা ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার ২৫ দেশে প্রথমবারের কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১২ ও ১৩ ফেব্রুয়ারি জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের ব্যাতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা ঢাকা সাভারে ভোটারদের বায়োমেট্রিক নিবন্ধনে ভোগান্তি রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডে শীতার্তদের কম্বল বিতরণ সোমা মুখলেছ মডেল স্কুল এন্ড কলেজে ২য় বার্ষিক ক্রীড়া, বিচিত্রা ও নাট্যানুষ্ঠান 

জাতীয় নির্বাচনের পরেই বাকৃবির শিক্ষক সমিতির নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫ সালের শিক্ষক সমিতির নির্বাচন জাতীয় নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশে ও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ স্বাভাবিক হলে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং ততদিন পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের স্বাক্ষরিত তৃতীয় জরু‌রি সভায় প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে ওই সভায় ১০৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ১৩২ জন শিক্ষকের স্বাক্ষরযুক্ত একটি দরখাস্ত উপস্থাপন করা হয়, যেখানে গত ৪ আগস্ট ক্যাম্পাসে শান্তি মিছিলকারীদের পাশাপাশি গণহত্যা সমর্থনকারী ও ফ্যাসিবাদী শিক্ষকদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘সভার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন। পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেন এবং বর্তমান কমিটিকে দায়িত্ব পালনের প্রস্তাব করেন। তার প্রস্তাবের ওপর দুই-তৃতীয়াংশ সদস্য সম্মতি প্রদান করেন। ফলে জাতীয় নির্বাচনের আগে শিক্ষক সমিতির নির্বাচন না করে বর্তমান কমিটিকে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।’

বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, “আমরা শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশ ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্ব পালন করবে। শিক্ষক সমাজের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

জাতীয় নির্বাচনের পরেই বাকৃবির শিক্ষক সমিতির নির্বাচন

আপডেট সময় : ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫ সালের শিক্ষক সমিতির নির্বাচন জাতীয় নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশে ও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ স্বাভাবিক হলে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং ততদিন পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের স্বাক্ষরিত তৃতীয় জরু‌রি সভায় প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে ওই সভায় ১০৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ১৩২ জন শিক্ষকের স্বাক্ষরযুক্ত একটি দরখাস্ত উপস্থাপন করা হয়, যেখানে গত ৪ আগস্ট ক্যাম্পাসে শান্তি মিছিলকারীদের পাশাপাশি গণহত্যা সমর্থনকারী ও ফ্যাসিবাদী শিক্ষকদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘সভার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন। পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেন এবং বর্তমান কমিটিকে দায়িত্ব পালনের প্রস্তাব করেন। তার প্রস্তাবের ওপর দুই-তৃতীয়াংশ সদস্য সম্মতি প্রদান করেন। ফলে জাতীয় নির্বাচনের আগে শিক্ষক সমিতির নির্বাচন না করে বর্তমান কমিটিকে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।’

বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, “আমরা শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশ ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্ব পালন করবে। শিক্ষক সমাজের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব।