জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবালিয়াডাঙ্গীতে
- আপডেট সময় : ০২:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলেয়া পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের লিডার শফিউল্লাহসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষার্থী প্রমুখ।
বক্তারা, দুর্যোগ প্রস্তুতি মোকাবেলায় করণীয় নিয়ে নানা আলোচনা করেন।