ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রত্যয় লিডারশীপ কর্মশালা-২৫ সম্পন্ন বাকৃবিতে জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‘জন্মভূমি অথবা মৃত্যু’ দৈনিক বাংলাদেশের চিত্রের চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার আহাম্মদ নূর দীর্ঘদিন ধরে অসুস্থ — সকলের দোয়া প্রার্থনা নেহালপুর ইউনিয়নে কুন্দিপুর গ্রামে জিলানির গাঁজা ও ইয়াবার রমরমা মাদক ব্যবসা প্রসাশন নিরব ভূমিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আধার মানিক শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী নিবন্ধিত সাতক্ষীরার ইটাগাছা পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বোয়ালমারীর বাক্কা ও কুন্দিপুরের রাশেদুল ও আলামিনের গাঁজা ও ইয়াবার মাদকের রমরমা ব্যবসা খাগড়াছড়ি ২৯৮ আসনে নির্বাচনী হাওয়া রাজাপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুলিয়ায় বাজারে ২টা বেকারীর নোংরা পরিবেশ ও অপদ্রব্যের মিশ্রণ করায় ১২ হাজার জরিমানা

জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের উদ্যোগে দেশের ৩৩ টি জেলায় ফ্রী কুরআন শিক্ষা কোর্স “

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
দেশের ঐতিহ্যবাহী তাওহীদি সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের অঙ্গ সংগঠন জমঈয়ত শুব্বানে আহল হাদীস বাংলাদেশে এর উদ্যোগে পবিত্র মাহে রমজানে মাসব্যাপী ‘এসো কুরআন শিখি’ এই শিরোনামে কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
যারা কুরআন পড়তে বা বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে সক্ষম নয়, তাদেরকে কুরআন নাযিলের মাস রমাযানে কুরআনের সুরে আন্দোলিত করতে দেশের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম বারের মত ৫৬২ টি কেন্দ্রের মাধ্যমে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে অত্র সংগঠনটি। ধারণা করা হচ্ছে, এ কর্মসূচিতে বিগত বছরগুলোর মতো শিশু-কিশোর, তরুণ ও বয়স্কসহ নানা বয়সের প্রায় ১১,০০০-এর অধিক কুরআন প্রেমিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
এ বৃহৎ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করতে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের শুব্বান রিসার্চ সেন্টার, কুরআনের শব্দ দিয়ে ‘এসো কুরআন শিখি’ নামে একটি বই প্রকাশ করেছে। যা ইতিমধ্যে প্রত্যেক কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। বইটি সংক্ষেপে হলেও কুরআন শেখার যাবতীয় নিয়ম-কানুন ২৮টি ক্লাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এ কর্মসূচি প্রধান শুব্বানের শিক্ষা ও গবেষণা সম্পাদক শাইখ আব্দুল মতিন ভোরের বাংলা নিউজকে বলেন, আমাদের এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে কুরআন নাজিলের মাসে কুরআন বুঝে পড়তে সকল বয়সী মানুষকে উদ্বুদ্ধ করা। এ লক্ষ্যে যারা কুরআন পড়তে সক্ষম নয় তাদের সেই সক্ষমতা তৈরিতে সহায়তা করা। শুধু তাই নয়, পাশাপাশি সালাতে পঠিত ও জীবন ঘনিষ্ঠ দুআসমূহের অনুশীলন করানো। সাথে ইসলামের দ্বিতীয় উৎস হাদীস পাঠ ও শিরক-বিদাত সম্পর্কিত বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেয়া। আর সকল বিষয় সম্বলিত “এসো কুরআন শিখি” নামে একটি বইও তাদেরকে আমরা সরবরাহ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের উদ্যোগে দেশের ৩৩ টি জেলায় ফ্রী কুরআন শিক্ষা কোর্স “

আপডেট সময় : ১১:১৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

স্টাফ রিপোর্টার:-
দেশের ঐতিহ্যবাহী তাওহীদি সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের অঙ্গ সংগঠন জমঈয়ত শুব্বানে আহল হাদীস বাংলাদেশে এর উদ্যোগে পবিত্র মাহে রমজানে মাসব্যাপী ‘এসো কুরআন শিখি’ এই শিরোনামে কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
যারা কুরআন পড়তে বা বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে সক্ষম নয়, তাদেরকে কুরআন নাযিলের মাস রমাযানে কুরআনের সুরে আন্দোলিত করতে দেশের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম বারের মত ৫৬২ টি কেন্দ্রের মাধ্যমে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে অত্র সংগঠনটি। ধারণা করা হচ্ছে, এ কর্মসূচিতে বিগত বছরগুলোর মতো শিশু-কিশোর, তরুণ ও বয়স্কসহ নানা বয়সের প্রায় ১১,০০০-এর অধিক কুরআন প্রেমিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
এ বৃহৎ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করতে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের শুব্বান রিসার্চ সেন্টার, কুরআনের শব্দ দিয়ে ‘এসো কুরআন শিখি’ নামে একটি বই প্রকাশ করেছে। যা ইতিমধ্যে প্রত্যেক কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। বইটি সংক্ষেপে হলেও কুরআন শেখার যাবতীয় নিয়ম-কানুন ২৮টি ক্লাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এ কর্মসূচি প্রধান শুব্বানের শিক্ষা ও গবেষণা সম্পাদক শাইখ আব্দুল মতিন ভোরের বাংলা নিউজকে বলেন, আমাদের এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে কুরআন নাজিলের মাসে কুরআন বুঝে পড়তে সকল বয়সী মানুষকে উদ্বুদ্ধ করা। এ লক্ষ্যে যারা কুরআন পড়তে সক্ষম নয় তাদের সেই সক্ষমতা তৈরিতে সহায়তা করা। শুধু তাই নয়, পাশাপাশি সালাতে পঠিত ও জীবন ঘনিষ্ঠ দুআসমূহের অনুশীলন করানো। সাথে ইসলামের দ্বিতীয় উৎস হাদীস পাঠ ও শিরক-বিদাত সম্পর্কিত বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেয়া। আর সকল বিষয় সম্বলিত “এসো কুরআন শিখি” নামে একটি বইও তাদেরকে আমরা সরবরাহ করছি।