জনগণের ভালোবাসায় সিক্ত হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডি এম শরিফুল ইসলাম

- আপডেট সময় : ০৪:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

জনগণের ভালোবাসায় সিক্ত হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডি এম শরিফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
যশোরের মনিরামপুর উপজেলায়, জনমানুষের ভালোবাসায়, সিক্ত হলেন। মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী, তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি,ডি এম শরিফুল ইসলাম।দীর্ঘ, দিন প্রবাসে থাকায় আজ শনিবার বেলা ১১টায় যশোর বিমানবন্দর এসে পৌঁছালে হাজার হাজার নারীপুরুষ জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা মিছিল করে, ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন তাকে । পরে তার নিজ বাড়ি মনিরামপুর আসার পথে পথে। তাকে ফুলের শুভেচ্ছা জানাতে উপজেলার ১৭ টি ইউনিয়নের,হাজারো নেতা কর্মী ও সাধারণ মানুষ, পরে আবারো ভিড় করেন উপজেলার কুয়াদা বাজারে, ডি এম শরিফুল ইসলাম কে, বরন করার জন্য, সড়কের দু, পাশে ফুলের তোড়া ও মালা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী দের । সাধারণ মানুষের সূত্রে জানা যায় জানা যায়, দীর্ঘ দিন প্রবাস জীবন শেষ করে ,সরাসরি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়ে নিজ এলাকা মণিরামপুরে ফিরেছেন, এক সময় কার রাজপথের সৈনিক ডি এম শরিফুল ইসলাম। তিনি বলেন, আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখবো। মনোনয়ন না পেলেও আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ। আপনারা এভাবে আমার পাসে, থাকলে, আমি আপনাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে পারবো।
I am really impressed with your writing talents and also with the layout in your weblog. Is that this a paid topic or did you modify it your self? Anyway stay up the excellent high quality writing, it’s rare to see a great weblog like this one today!