জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে বেড়া দেওয়ার অভিযোগ

- আপডেট সময় : ০৯:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

বৈতরা কান্দর কান্দি / খিলিন্ডা জনগণের চলাচলের একটি মূল রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একজন জায়গার মালিকের বিরুদ্ধে। এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত রাস্তা হঠাৎ করেই সিমেন্টের খুঁটি ও বাঁশ বেড়া দিয়ে আটকানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।
মানিকগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ড স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত রাস্তাটি এলাকাবাসীর জন্য বহু বছর ধরে একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি জায়গার মালিক দাবি করে বসেন, রাস্তার জমিটি তার ব্যক্তিগত মালিকানাধীন এবং তিনি সেখানে বেড়া দিয়ে দিয়েছেন।
এলাকাবাসী জনাব : খবির চৌধুরী এর তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এটি জনস্বার্থবিরোধী এবং আইনগতভাবে বৈধ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জনাব : মোহাম্মদ নুরুল ইসলাম কুইনটা /কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। যদি সত্যি বেআইনিভাবে জনগণের চলাচলে বাধা দেওয়া হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জনগণ আশাবাদী, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে চলাচলের এই অসুবিধা দ্রুত সমাধান হবে এবং সকলের অধিকার পুনরুদ্ধার হবে।