*চুয়াডাঙ্গা সরোজগঞ্জ থেকে ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার দুই*
- আপডেট সময় : ০৭:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
*চুয়াডাঙ্গা সরোজগঞ্জ থেকে ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার দুই*
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা থেকে ভুট্টাবোঝাই ট্রাকযোগে ফেনসিডিল পাচারের সময় ডিবি পুলিশের অভিযানে ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে মাদকবহনকারী ট্রাক ও ২৪৮ বস্তা ভুট্টা। একইসাথে গ্রেফতার করা হয়েছে মাদক পাচারের সাথে জড়িত দুইজনকে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ-খাড়াগোদা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- দর্শনা থেকে ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে ভুট্টাবোঝাই একটি ট্রাক সরোজগঞ্জ অভিমূখে যাবে। এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মুহিদ হাসান, এএসআই মাহমুদুল হাসান ও রজিবুল হক সঙ্গীয় ফোর্সসহ কিরোনগাছি গ্রামের সড়কে অবস্থান নেয়। এসময় ডিবি পুলিশের সিগন্যালে একটি ট্রাক গতিরোধ করা হলে তা তল্লাশী করা হয়। ট্রাকের ডালায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা দেড় বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে পাওয়া যায় ১৭১টি ফেনসিডিলের বোতল। জব্দ করা হয় ভুট্টাবোঝাই ট্রাকটি।
মাদক পাচারে জড়িত থাকায় ট্রাক ড্রাইভার দর্শনার আকন্দবাড়িয়ার শফিকুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (৩০) ও হেলপার নূর আলমের ছেলে সোহাগ হোসেনকে (২৫) আটক করা হয়।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আসামীরা স্বীকার করেছে যে- মাদক পাচারের উদ্দেশ্য ভুট্টা বহনকারী ট্রাকের ডালায় অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল লুকিয়ে রেখেছিল। তাদের দেখানো মতে ট্রাকের পিছনে ডালায় ২৪৮ বস্তা ভুট্টার সাথে ১৭১ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করা হয়। যার অনুমান মূল্য ৩ লাখ ৪২ হাজার টাকা টাকা।